দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ ( 27-08-2017 )

দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

সপ্তম ওভারে লায়ন, তামিমের ছক্কা


 
জশ হেইজেলউডকে সরিয়ে সপ্তম ওভারে নাথান লায়নকে আক্রমণে আনেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। শেষ বলে এগিয়ে এসে অফ স্পিনারকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ওড়ান তামিম ইকবাল।

 

শূন্য রানে ইমরুল-সাব্বিরের ফেরা
 
প্যাট কামিন্সের দারুণ বোলিং আর ব্যাটসম্যানদের বাজে শটে ঢাকা টেস্টের প্রথম সকালেই চাপে বাংলাদেশ। আগের ওভারে সৌম্য সরকারকে বিদায় করা ডানহাতি এই পেসার পরপর দুই বলে ফিরিয়েছেন ইমরুল কায়েস ও সাব্বির রহমানকে। দুই জনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
 
জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো পারেননি ইমরুল। ব্যাটের নিচের কানায় লেগে আসা ক্যাচ গ্লাভসে জমান ম্যাথু ওয়েড।  
 
পরের বলে উইকেটররক্ষক ওয়েডকে সহজ ক্যাচ দেন সাব্বির। শট খেলার সময় ব্যাট মাটিতে লেগেছিল কিন্তু ব্যাটের কানায় বলের স্পর্শ তার না বোঝার কোনো কারণ নেই। অমন ক্যাচ দেওয়ার পরও কেন রিভিউ নিয়েছিলেন তিনিই। 
 
৪ ওভারে ১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। নিজেদের ৫০তম টেস্টে জুটি বেঁধেছেন বাংলাদেশের অন্যতম সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

সৌম্যর পর দ্রুত বিদায় ইমরুলের
 
খোঁচ মেরে শুরুতেই ফিরেছেন সৌম্য সরকার। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে পিটার হ্যান্ডসকমের হাতে ধরা পড়েছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। দুটি চারে ৮ রান করে সৌম্য ফেরার সময় বাংলাদেশের স্কোর ১০/১।
 
নিজের ৫০তম টেস্ট খেলা তামিম ইকবালের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ইমরুল কায়েস।
 
ব্যাটিংয়ে বাংলাদেশ
 
আগের রাত জুড়ে ভারী বৃষ্টি হয়েছে মিরপুরে। তবে সকাল থেকে আবহাওয়া ভালো। সংস্কারের পর নতুন আউটফিল্ডকে তাই সকালের পরীক্ষায় নামতে হয়নি। টস হলো সময় মতোই। সেই পরীক্ষায় জিতেছেন মুশফিকুর রহিম। নিয়েছেন ব্যাটিং।

নেই মুমিনুল, একাদশে নাসির

টসের একটু আগেও ব্যাটিং অনুশীলন করছিলেন নাসির হোসেন, তাকে বল থ্রো করছিলেন মুমিনুল হক। সম্ভাব্য একাদশের চিত্র ফুটে ওঠে এতেই। ২ বছর পর টেস্ট খেলছেন নাসির। মোসাদ্দেক হোসেনের অসুস্থতায় দলে ফেরা মুমিনুলের ফেরা হয়নি একাদশে।

একাদশে ফিরেছেন শফিউল ইসলামও। একাদশে নেই লিটন দাস। তার মানে সবশেষে টেস্টের মত কিপিং করবেন মুশফিকুর রহিম। তাইজুল ইসলামকে সহ বাংলাদেশ নামছে তিন স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

অস্ট্রেলিয়ার একাদশ আগের দিন সংবাদ সম্মেলনেই জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। একাদশে ফিরেছেন উসমান খাওয়াজা। চার বছর পর টেস্ট খেলবেন অ্যাশটন অ্যাগার।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হেইজেলউড।

অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সেরা সময়

ঢাকা টেস্টে মুখোমুখি হচ্ছে ‘অচেনা’ দুই দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড়েরই একে অপরের বিপক্ষে টেস্ট ম্যাচের অভিজ্ঞতা নেই। ২০০৬ সালের পর টেস্টে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দেশ দুটি।

বাংলাদেশ এখন কন্ডিশনের ফায়দা নিতে শিখেছে। নিজেদের শক্তি অনুযায়ী উইকেট বানানোর সাহস দেখাচ্ছে। প্রতিপক্ষ যত প্রতাপশালীই হোক, জবাব দেওয়ার সম্পদ আছে। মুশফিকুর রহিম বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার উপযুক্ত সময় এখনই।

বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে ঘোষণা দিয়েছেন, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় দল। সাকিব আল হাসানের মতে, দেশের মাটিতে প্রায় অপরাজেয় বাংলাদেশ। ২-০ ব্যবধানে জয় সম্ভব মনে করছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। স্বাগতিকদের আত্মবিশ্বাসী ঘোষণায় বিস্মিত অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

সাকিব-তামিমের ৫০তম টেস্ট

সাকিব আল হাসান ও তামিম ইকবালের ৫০তম টেস্ট স্মরণীয় করে রাখতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা দুই ক্রিকেটারের মাইলফলক টেস্ট জয় দিয়ে রাঙিয়ে রাখতে চান অধিনায়ক।

টেস্টের আঙিনায় প্রায় দেড় যুগে বাংলাদেশের হয়ে এই মাইলফলক ছোঁয়া ক্রিকেটারের সংখ্যা হতে যাচ্ছে পাঁচ। সাকিব-তামিমের আগে এই স্বাদ পেয়েছিলেন হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম।

More Friday Blog

Writer: Abdul Kaiyum
Batch: 2008
Email: ma.kaiyum1992@gmail.com