About ESA

                       
                       
''COMING TOGATHER IS A BEGINNING
  KEEPING TOGATHER IS A PROGRESS
  WORKING TOGATHER IS A SUCCESS.''
  ......HENRY FORD

J B Ex-Students Association is the platform of former JBian students . 
It is shortly known as JB-ESA .
After establishment in 2014 it is trynig its level best to contribute 
for the community as well as for the country as a team .
Sky is the limit here and infinity is the possibility.

''সবাই এক সাথে হতে পারা একটা সূচনা 
  সবাইকে এক সাথে রাখতে পারা একটি অগ্রগতি
  সবাই এক সাথে কাজ করতে পারা হল সাফল্য ।''
...হেনরি ফোর্ড

জে বি এক্স স্টুডেন্টস এসোসিয়েশন প্রাক্তন জেবিয়ান ছাত্রছাত্রীদের একটি প্লাটফর্ম । 
এটি সংক্ষেপে জেবি ইসা নামেও পরিচিত ।
২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে কাজ করার সর্বাত্নক প্রচেষ্টা চালাচ্ছে ।
দেশ ও কমিউনিটির জন্য সবাই এক সাথে কাজ করা এই প্লাটফর্ম এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য ।

আকাশ এখানে সীমানা , অসীম এখানে সম্ভাবনা ।         
                    

About JB High School

                        
''SCHOOL IS A BUILDING 
 WHICH HAS FOUR WALLS 
 WITH TOMORROW INSIDE .''


J B Shishu Kanon and High School is a name of glory , 
a milestone in the secondary educaton level outside the Chittagong city. 
It is situated close to Dhaka Chittagong Highway in Zorargonj under Mirsarai Upzilla .
After establishment as a kindergarden school in 1988 it has passed its glorious 30 years of success . 
At present undoubtly its one of the best school in north Chittagong. 
It is not only for its academic records in public and scholarship examinations 
but also for exillence in different cocurricular activities. 


''স্কুল হল চারদেয়ালে ঘেরা একটি দালান ,
যার ভিতরে ভবিষ্যৎ বিরাজমান । ''  


জে বি শিশু কানন ও উচ্চ বিদ্যালয় একটি গৌরবময় নাম ,
 যা চট্টগ্রাম শহরের বাহিরে মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় । 
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অদূরে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ নামক স্থানে এর অবস্থান । 
১৯৮৮ সালে কিন্ডারগার্ডেন স্কুল হিসেবে প্রতিষ্ঠার পর এটি এর গৌরবময় ৩০ বছর সাফল্যের সাথে অতিক্রম করেছে । 
বর্তমানে সন্দেহাতীতভাবে এটি উত্তর চট্টগ্রামের সেরা বিদ্যাপীঠগুলোর একটি । 
এই সাফল্য শুধুমাত্র বিভিন্ন পাবলিক ও বৃত্তি পরীক্ষায় ভাল ফলাফলের জন্য নয় 
বরং বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রমে স্কুল শিক্ষার্থীদের সফলতা এই ক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে ।


                    

Speech that Counts

                        
''SCHOOL TEACHES YOU LESSON,
  AND THEN GIVE YOU TEST .
  LIFE GIVE YOU TEST ,
  AND YOU LEARN THE LESSON .''
             -TOM BODETT

"বিদ্যালয়ে শিখানো হয়
তারপর পরীক্ষা নেয়া হয়।
আর জীবন পরীক্ষা নেয়
তারপর আমরা শিখি।"
       -টম বডেট 

প্রধান শিক্ষকের বানী :

১৯৮৮ সালে শিশু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে জে বি শিশু কানন (আবাসিক) ও উচ্চ বিদ্যালয় আজ এলাকার মানুষের স্বপ্ন পূরনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। প্রাথমিক শিক্ষার ভীত মজবুত না করে মাধ্যমিকের গন্ডি পার করলে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ সম্ভব হয় না। শুরুতে অনেকের বাধা বিপত্তি অতিক্রম করে ও অনেকের সহযোগীতায় আজ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে একটি মাপকাঠিতে দাঁড় করিয়েছি। আমি স্মরন করছি প্রয়াত অধ্যক্ষ  মেজবাউল আলম, প্রয়াত অধ্যাপক লুতফুর হক, ডাঃশফিকুল আলম, প্রয়ার সাবেক চেয়ারম্যান এরাদুল্লাহ মিয়া, বর্তমান চেয়ারম্যান মাকসুদ আহমেদ চোধুরী, বাবু মিলন কান্তি রায়, নুরুল হুদা, গৌরী শংকর দেওয়ানজী সহ সকলকে যারা বিদ্যালয় প্রতিষ্ঠায় আক্লান্ত পরিশ্রম ও মেধার সমন্বয় ঘটিয়েছেন। 
দক্ষ মানব সম্পদ তৈরীতে মানসম্মত শিক্ষার যে প্রতিশ্রুতি আমাদের ছিলো তার থেকে আমরা একটু দূরে সরে যাই নি। শত সীমাবদ্ধতার মধ্যেও আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রগামী। ১৯৯৯ সালে আমাদের স্কুল প্রথম বারের মত এস এস সি পরীক্ষা দেয়ার সুযোগ লাভ করে। সে থেকে আজ পর্যন্ত। সে থেকে আদ্যবধি আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফলের ধারাবাহিতা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ নিজ কাজের ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করছে। প্রক্তন ছাত্রছাত্রীদের মধ্যে যে সৌহার্য্য ও সম্প্রীতি আজ অবধি বজায় আছে তা জেনে আমি আনন্দিত ও পুলকিত। তাদের গঠিত সংগঠন জে বি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ড আমাকে সত্যি খুব আনন্দিত করেছে।

আমি তাদের সর্বাংগীন মঙ্গল কামনা করি।

তুষার কান্তি বড়ুয়া
প্রধান শিক্ষক , জে বি উচ্চ বিদ্যালয়
উপদেষ্টা, জে বি এক্স স্টুডেন্টস এসোসিয়েশন                     

Our Team

                    WORKING UNIT FOR SESSION 2017-2018

PRESIDENT : 
TWINKLE BARUA
JBian 2001

GENERAL SECRATARY : 
SHARIAR TANVIR HAYDER
JBian 2003